news & updates

Prof. Dr. Mahmud Abdul Matin bhuiyan appointed as new vice-chancellor of CUET.


  • Prof. Dr. Mahmud Abdul Matin bhuiyan appointed as new vice-chancellor of CUET.
  • Prof. Dr. Mahmud Abdul Matin bhuiyan appointed as new vice-chancellor of CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ৩৭.০০.০০০০.০৮০.১১.০২.১৬.২০২ স্মারকমূলে এই নিয়োগ প্রদান করা হয়। আজ বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আজ ৩০ অক্টোবর, ২০২৪ খ্রি: অপরাহ্নে তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া সর্বশেষ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া তৎকালীন বিআইটি, চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পাদন করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি (ইউটিএম) থেকে মাস্টার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৯৬ সালের অক্টোবরে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি একই বিভাগে ফেব্রুয়ারি ২০০০ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালের জানুয়ারিতে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালের জুন মাসে অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি চুয়েটের ৬ষ্ঠ ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।