news & updates

The Interim In-charge has demanded legal punishment for those involved in the murder of Tamim, a former student of CUET.


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর ইইই বিভাগের \'০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তানজিল জাহান ইসলাম (তামিম)-এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয়। তিনি শোকাহত পরিবার, সহকর্মী, সহপাঠীদের প্রতি চুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একইসঙ্গে এই হত্যায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি চুয়েটের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয় জোর দাবি জানান।