news & updates

Month of Mourning August month-long program begins at CUET.


  • Month of Mourning August month-long program begins at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন শুরু হয়েছে। শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, মাসব্যাপী এলইডি ডিসপ্লে-তে প্রামাণ্যচিত্র প্রদর্শন, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধঃনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে অন্যান্য শাহাদাতবরণকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর ইত্যাদি।