news & updates
Seminar on "Waste to Strength" of ME department held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে \"বর্জ্য থেকে শক্তি: পলিমারের গুণমান বৃদ্ধিতে ফ্লাই অ্যাশের প্রভাব\" শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আজ ২৭ই জুন (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. দুপুর ৩.৩০ ঘটিকায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদ এর ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে অনুমোদিত প্রজেক্টের আওতায় সেমিনারটি আয়োজিত হয়।