news & updates

A webinar on ‘Stopping Bank Erosion in Bends of Large Alluvial Streams’ by CRHLSR held at CUET.


  • A webinar on ‘Stopping Bank Erosion in Bends of Large Alluvial Streams’ by CRHLSR held at CUET.
  • A webinar on ‘Stopping Bank Erosion in Bends of Large Alluvial Streams’ by CRHLSR held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ (CRHLSR)-এর উদ্যোগে অস্ট্রেলিয়ার এসএমইসি (SMEC) ইন্টারন্যাশনাল প্রসপারিটি লিমিটেড এবং এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সহযোগিতায় \'Hold That River\' শ্লোগানে \"স্টপিং ব্যাংক ইরোসন ইন বেন্ডস অফ লার্জ অ্যাল্যুভিয়াল স্ট্রিমস\" (Stopping Bank Erosion in Bends of Large Alluvial Streams) শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়। গত ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২১ খ্রি. সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিআরএইচএলএসআর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. রণজিৎ কুমার সূত্রধর এবং এস.জে. এসএমইসি, বাংলাদেশের উপদেষ্টা ড. সাঈদ আহমেদ। ওয়েবইনারের প্রধান বক্তা ছিলেন মায়ানমারের জলসম্পদ ও নদী ব্যবস্থার উন্নয়নের অধিদপ্তরের (DWRE) সিনিয়র রিভার ইঞ্জিনিয়ার ড. ডেভিড সি. ফ্রোলিখ (David C. Froehlich)। এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সম্মানী সদস্য রামিসা তানজুমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সহ-সভাপতি সাদিয়া আফরিন ঐশ্বর্য ড. ডেভিড সি ফ্রোলিখের বায়োগ্রাফি পাঠ করেন। ওয়েবইনারে পুরকৌশল বিভাগ এবং পানি সম্পদ প্রকৌশল বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন। ওয়েবইনারের ড. ডেভিড সি ফ্রোলিখ \"স্টপিং ব্যাংক ইরোসন ইন বেন্ডস অফ লার্জ অ্যাল্যুভিয়াল স্ট্রিমস\" বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সাথে সম্পর্কিত বাস্তব জীবনের উদাহরণগুলোর সাথে ক্ষয়ের মানদণ্ডের প্রাথমিক ধারণাগুলি নিয়ে আলোচনা করেন। তিনি নদী তীর ভাঙন নির্মূল করার বিষয়ে রক্ষণাবেক্ষণ প্রাচীরসহ বিভিন্ন কৌশল বর্ণনা করেন। তিনি নিউরাল নেটওয়ার্ক পরিমাপের সাথে তুলনার পরে সেরা সূত্রটি ব্যবহার করে সঠিক স্কোর্সের গভীরতা পরিমাপ করার গুরুত্বারোপ করেন। সিআরএইচএলএসআর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতার বলেন, চুয়েটের সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ পৃথিবীর বিভিন্ন জলাশয়ের উপর হুমকিরূপী যে সকল প্রাকৃতিক ঝুঁকি হতে পারে, যে জলস্রোতের উপর মানুষ নির্ভর করে তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যত ঝুঁকি নিয়ে গবেষণা করে থাকে। ২০১৫ সাল থেকে এই গবেষণা কেন্দ্রটি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করে জাতিকে সেবা দিয়ে আসছে। নদীর তীর ভাঙন, বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক ঝুঁকি থেকে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস করার ব্যাপারেও উদ্ধুদ্ধ করে আসছে। সিআরএইচএলএসআর বিভিন্ন ক্ষেত্রে পেশাদারদের আরো কর্মক্ষম করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালারও আয়োজন করে থাকে। #####