news & updates

Webinar on Gateway to Career Navigation in Global Infotech by ETE department held at CUET.


  • Webinar on Gateway to Career Navigation in Global Infotech by ETE department held at CUET.
  • Webinar on Gateway to Career Navigation in Global Infotech by ETE department held at CUET.
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে ‘গেটওয়ে টু ক্যারিয়ার নেভিগেশন ইন গ্লোবাল ইনফো-টেক’ শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ আগস্ট (শনিবার), ২০২০ খ্রি. সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসেনের সভাপতিত্বে ওয়েবইনার সেশনটি পরিচালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব নুর্শেদুল মামুন। তিন পর্বে সাজানো উক্ত ওয়েবইনারের প্রথমদিন কী-নোট স্পীকার ছিলেন যুক্তরাষ্ট্রের লোয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মারুফ আহমেদ এবং পোল্যান্ডের ওয়ারসো আই-এস ওয়্যারলেসের সিনিয়র প্রকৌশলী (আরঅ্যান্ডডি) ড. মো. আরিফুর রহমান। এতে ইটিই বিভাগের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী জুম অ্যাপের মাধ্যমে উক্ত ওয়েবইনারে অংশগ্রহণ করেন। এছাড়া আগামী ২৯ আগস্ট, ২০২০ খ্রি. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সানা উল্লাহ এবং আগামী ০৫ সেপ্টেম্বর, ২০২০ খ্রি. যুক্তরাষ্ট্রের ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এরিক জনসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের অ্যাসোসিয়েট ডীন প্রফেসর ড. জন এইচ.এল. হ্যানসেন পৃথক ওয়েবইনারে প্রবন্ধ উপস্থাপন করবেন।